সিলেটবুধবার , ২ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গনের শব্দ

Ruhul Amin
অক্টোবর ২, ২০১৯ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজাম উদ্দীন সালেহঃ

আমি ভাঙ্গনের শব্দ শুনতে পাচ্ছি
সেই শব্দ কোন নদীর পাড় ভাঙ্গার
কিংবা পাহাড় ধসে পড়ার শব্দ নয়।

আমি ভাঙ্গনের শব্দ শুনছি,
সেই শব্দ মানুষের অন্তর্গত মূল্যবোধ ও মানবতার
সুদৃঢ় দেয়াল ভেঙ্গে পড়ার,
সেই ভাঙ্গন ও অবক্ষয়ের শব্দ
ভেসে আসছে সমাজের গভীর গহণ থেকে
যেখানে মাটির তলদেশে টেকটোনিক
প্লেটের মতো ক্রমাগত পিছলে যাচ্ছে
আমাদের আদর্শ ও বিশ্বাস,
স্থানচ্যুতি ঘটছে আমাদের ভালোবাসার।

জাতির হাঁটু, কোমর ও মেরুদণ্ডের
জোড়াগুলো এখন আর স্বস্থানে নেই
ক্রমাগত অন্যায় অবিচার ও দুর্নীতির চাপে
ইতোমধ্যে সেগুলো ক্ষয়ে গেছে,
জানিনা, এই ক্ষয়ে যাওয়া ও স্থানচ্যুত হাঁড়গোড় নিয়ে
কিভাবে সোজা হয়ে দাঁড়াবে এই জাতি?

আমি যখন কোন নেতা বা নেত্রীর
মিথ্যা বিবৃতি ও আশ্বাসের কথা শুনি
কিংবা সরকার নিয়ন্ত্রিত মিডিয়ায়
মিথ্যার ফুলঝুরি ছুটতে ও পটকা ফুটতে দেখি,
তখন আমি সেই অবক্ষয়ের শব্দ শুনি।

আমি ভাঙ্গনের শব্দ শুনছি
সেই শব্দ ভারী যানবাহনের চাকার নীচে
প্রতিদিন অগনিত মানুষের হাঁড়গোড় ও খুলি ভাঙ্গার
কিংবা সীমান্তের ওপর থেকে ছুটে আসা তপ্ত বুলেটে
নিরীহ মানুষের দেহ ফুটো হওয়ার শব্দ নয়,
সেই শব্দ আমাদের নিরাপত্তাহীনতার,
আমাদের বিবেক ও দায়িত্ববোধ
ভেঙ্গে চুরে গুড়িয়ে যাবার।

কখনো কখনো ঘুমের মাঝেও
এমনি ভাঙ্গন ও অবক্ষয়ের শব্দ শুনে
আমি জেগে ওঠি, তখন
বাংলার দিগন্ত বিস্তৃত জমিনের মতো
আমার ললাট থেকে অবিরল ধারায়
ঘামের মতো হতাশারা ঝরে পড়ে।