সিলেটবুধবার , ২ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অনুপ্রবেশের অভিযোগে সীতাকুণ্ডে ৪৫ রোহিঙ্গা আটক

Ruhul Amin
অক্টোবর ২, ২০১৯ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
অনুপ্রবেশের অভিযোগে চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ৪৫ নাগরিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক সুমন বণিক বলেন, গতকাল রাত ১০টার দিকে তারা খবর পান যে কক্সবাজার থেকে অর্ধশতাধিক রোহিঙ্গা পালিয়ে সীতাকুণ্ডের কেশবপুর এলাকায় আশ্রয় নিয়েছে। রাত ১১টার দিকে তারা ওই এলাকায় অভিযান শুরু করেন। পরে কেশবপুরের মোল্লাপাড়া এলাকায় মোবারক সওদাগরের ভাড়ার ঘর থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে সীতাকুণ্ড থানায় একটি মামলা হবে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের জেল হাজতে পাঠানো হবে।