সিলেটবুধবার , ২ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২০২১–এর মধ্যে ভারতকে মুসলিম মুক্ত করা হবে : মন্তব্য বিজেপি নেতার

Ruhul Amin
অক্টোবর ২, ২০১৯ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
‘‌২০২১–এর মধ্যে মুসলিম আর খ্রিস্টানরা ভারত থেকে মুছে যাবে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা তথা উত্তর দেশটির প্রদেশের ধর্ম জাগরণ সমিতির প্রধান রাজেশ্বর সিং।

তিনি দাবি করেছেন, ‘‌২০১২–র ৩১ ডিসেম্বরের মধ্যে ভারত থেকে সব মুসলিম এবং খ্রিস্টানরা সম্পূর্ণ মুছে যাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসলাম এবং খ্রিষ্টান ধর্ম ভারত থেকে ২০২১–এর মধ্যে সমাপ্ত করে দেব। এটা আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা আমাদের এই নীতি আমার সহকর্মীরা করেছেন।’

রাজেশ্বর সিং–এর আরও দাবি, তাঁর দলের সরকার ভারত থেকে ২০০ মিলিয়ন মুসলিম এবং ২৮ মিলিয়ন খ্রিষ্টান সাফ করে দেবে।

এর আগেও রাজেশ্বর দাবি করেছিলেন, ‘‌আমাদের লক্ষ্য ভারতকে ২০২১–র মধ্যে হিন্দু রাষ্ট্র তৈরি করা। মুসলিম এবং খ্রিস্টানদের কারও এই দেশে থাকার অধিকার নেই। তাই হয় তাদের ধর্মান্তরিত হতে হবে নয়তো এই দেশ ছেড়ে পালাতে হবে।’‌

আগেও উস্কানিমূলক মন্তব্যের জন্য পরিচিত রাজেশ্বর ২০১৮–য় আরএসএস–এর ‘‌ঘর ওয়াপসি’‌ নীতির জন্য অভিযুক্ত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি জোর করে মুসলিম এবং খ্রিষ্টানদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করেছেন। মানুষের মনে উষ্মা জন্মানোর ইঙ্গিত পেয়ে রাজেশ্বরকে তাঁর যাবতীয় দায়িত্ব থেকে নিষ্কৃতি দিয়ে তাঁকে অনির্দিষ্টকালীন অসুস্থতার ছুটিতে পাঠিয়ে দিয়েছিল আরএসএস।‌‌