সিলেটবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা মুহিউদ্দীন খান (র) সেমিনার ও স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত

Ruhul Amin
অক্টোবর ৩, ২০১৯ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃঃ বাংলায় সীরাত সাহিত্যের প্রবর্তক,
মাসিক মদীনা সম্পাদক, ফখরে মিল্লাত মাওলানা মুহিউদ্দীন খান (র) স্মারক ও জাতীয় সেমিনার বাস্তবায়নের জন্য আজ (২ অক্টোবর) বুধবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনস্থ রিসোর্সফুল সিটিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। মাসিক মদীনার উদ্যোগে আয়োজিত ও বর্তমান সম্পাদক মাওলানা আহমদ বদরুদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মরহুম খানের বর্নাঢ্যজীবনের জীবনের উপর একটি পূর্ণাঙ্গ স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত হয়। অপর এক প্রস্তাবে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় পর্যায়ে সার্বজনীনভাবে একটি সেমিনারের সিদ্ধান্ত হয়।
আগামী বুধবার ৯ অক্টোবর বাদ মাগরিব পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারন করা হয়। মাওলানা মুহিউদ্দীন খানের ভক্ত ও লেখকদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা জহির ইবনে মুসলিম, মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা শহিদুল ইসলাম কবির, মাওলানা সৈয়দ শামছুল হুদা, মুফতি নাসির উদ্দীন খান, মাওলানা খালেদুজ্জামান, মুফতি আল আমীন কাসেমী, মাওলানা ইসমাইল হুসাইন, মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, সাইয়্যেদ মাহফুজ খন্দকার, কামরুল ইসলাম, সিয়ামুর রহমান, এহসান সিরাজ, আবদুল গাফফার, হুজাইফা ইবনে ওমর, নুরুজ্জামান, মুঈনুদ্দীন প্রমুখ। শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা আহমাদুল হক উমামা এবং উপস্থাপনায় ছিলেন মুহাম্মদ রুহুল আমীন নগরী।
পরি শেষে মরহুম খানের আত্মার মাগফিরাত,দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়।