সিলেটবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামেয়া আঙ্গুরায় কৃতি সংবর্ধনা সম্পন্ন

Ruhul Amin
অক্টোবর ৩, ২০১৯ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ সিলেটের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের উদ্যোগ কৃতিছাত্র সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা থেকে নতুন মাদরাসা মিলনায়তনে জামেয়ার মুহতামিম শায়খ মাওলানা জিয়া উদ্দীনের সভাপতিত্বে এবং মাদরাসার শিক্ষক মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, মাওলানা বিলাল আহমদ ইমরান ও হাফিজ মাওলানা ফরহাদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাইআতুল উলিয়া বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ইসমাঈল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইআতুল উলিয়ার দফতর সম্পাদক মাওলানা ওসিউর রহমান, লেখক-গবেষক মাওলানা মুসা আল হাফিজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল খালিক কাসিমী, মাওলানা জমির উদ্দীন, হাজি হোসেন আহমদ, মাস্টার জামাল উদ্দীন, মাস্টার জিয়াউল ইসলাম, হাজি আব্দুল্লাহ, মাওলানা আব্দশ শাকুর প্রমুখ।
সভায় বক্তারা জামেয়ার ইতিহাস, ঐতিহ্য ও বৈশিষ্ট্যের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা হাইআতুল উলিয়ায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য ছাত্রদের ভূয়সী প্রশংসা করেন। এই সাফল্যের পেছনে ছাত্রদের মেহনত, শিক্ষকদের দক্ষ নেগরানী ও এলাকাবাসীর আন্তরিকতা সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তারা। এলাকাবাসীর উদ্যোগে ও জামেয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা ফারুক আহমদ, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা সালেহ আহমদ সালিক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা সৈয়দ আব্দুর রহমান, মাওলানা কামাল উদ্দীন, মুফতি আবু ইউসুফ, মাওলানা তোফায়েল আহমদ, হাফিজ মারুফুল হাসান, মাওলানা সাহেদ আহমদ, মো. রাজু আলম, জুবের আহমদ, মাওলানা আব্দুল মান্নান, রুহুল আলম, আব্দু রউফ, নাজিম উদ্দীন নাইস উদ্দীন মাওলানা রায়হান আহমদ, হাফিজ আব্দুল্লাহ, আবুল কালাম প্রমুখ।
সভায় বোর্ডে সিরিয়ালপ্রাপ্ত ৪ জনসহ মোট ২৪ জন মুমতাজপ্রাপ্তকে সংবর্ধনা দেয়া হয়। সভার শেষলগ্নে এলাকাবাসী সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে মাদরাসার মুহতামিম শায়খ জিয়া উদ্দীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।