সিলেটরবিবার , ৬ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ডায়রিয়া আক্রান্ত দরগাহ মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর অবস্থা উন্নতির দিকে

Ruhul Amin
অক্টোবর ৬, ২০১৯ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ক্বাসিমূল উলুম দরগাহ হযরত শাহজারাল (রহ.) মাদরাসা,সিলেট এর শতাধিক শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তন্মধ্যে মাদরাসার শিক্ষক মাওলানা ক্বারি ফারুক আহমেদও ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানাগেছে।

মাওলানা ক্বারি ফারুক আহমেদ জানান, গত ২দিন যাবত আমাদের মাদ্রাসার ছাত্ররা অসুস্থ্যবোধ করলে কেউ কেউ মাদ্রাসা থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যায়। বাকী ছাত্ররা মাদ্রাসায় থাকলে তারা হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে।

মাওলানা সালেহ আহমদ শাহবাগী জানান, সিলেটের বিভিন্ন হাসপাতালে মাদ্রাসার শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। মাওলানা ফারুক আহমদ ধারণা করেন, এখনো আমরা বুঝতে পারিনি কি কারণে আমরা সবাই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছি। কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পানি খেয়ে এ ধরনের সমস্যা হতে পারে।

তিনি আরো জানান, আগামী প্রথম সপ্তাহে দরগাহ মাদ্রাসার পরীক্ষা অনুুষ্ঠিত হওয়ার কথা। অত্যন্ত দুঃখজনকভাবে এ ধরনের সমস্যা সম্মুখিন হওয়ার ফলে শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিবে, সে ব্যাপারে আমরা চিন্তিত। জামেয়ার শিক্ষক মাওলানা জুনাইদ কিয়ামপুরী সিলেট রিপোর্টকে জানান, আক্রান্তদের অবস্থা উন্নতির দিকে। খাদ্যে কোন সমস্যা নেই,তবে কোন কারনে এমনটি হয়েছে,তার সঠিক কারণ এখনো জানা সম্ভব হচ্ছেনা।’