সিলেটবুধবার , ৯ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এবার আবরারের ছোট ভাইকে পেটালো পুলিশ!

Ruhul Amin
অক্টোবর ৯, ২০১৯ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজকে পিটিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রায়ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সে সময় আবরার ফাহাদের পরিবারকে সান্তনা দিতে ও তার কবর জিয়ারত করতে রায়ডাঙ্গা যান বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

স্থানীয়রা জানান, ফাহাদের কবর জিয়ারত শেষে বুয়েট উপাচার্য ফাহাদের বাড়িতে প্রবেশ করছিলেন। সে সময় গ্রামবাসী উপাচার্যকে বাড়িতে ঢুকতে বাধা দেয়। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে উপাচার্য ফাহাদের বাড়ি ঢুকতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধা দিলে গ্রামবাসীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়।

সে সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ উপচার্য অধ্যাপক সাইফুল ইসলামের উদ্দেশ‌্যে প্রশ্ন করে বলেন, ‘এখন কেনো আসছেন? এত দেরি করে?’

ফায়াজের এমন প্রশ্নে মারমুখো হয়ে ওঠে পুলিশ। পুলিশ এগিয়ে গিয়ে ফায়জকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে সময় ফায়াজ ছাড়াও তার ফুপাতো ভাইয়ের স্ত্রীসহ বেশ কয়েকজন নারী আহত হন।

আবরার ফায়াজ অভিযোগ করে বলেন, ‘পুলিশ আমার গায়ে হাত দিয়েছে। বুকে লাঠি দিয়ে গুঁতো মেরেছে। ‘

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নিজে তাকে আঘাত করেছে বলে অভিযোগ জানিয়ে ফায়াজ প্রশ্ন করেন, ‘আমার ভাইকে তো পিটিয়ে মেরেছে, এবার কি পুলিশ আমাকে মারবে?’

এ ব্যপারে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।