সিলেটসোমবার , ১৪ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় জামায়াতের ১৩ নারী সদস্যসহ মাদ্রাসা অধ্যক্ষ আটক

Ruhul Amin
অক্টোবর ১৪, ২০১৯ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট:
পাবনার শহরতলির মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে জামায়াতের ১৩ নারী সদস্যসহ এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ৯টার দিকে পাবনা থানা পুলিশ তাদের আটক করে। তারা এ সময় গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ জানায়। আটকদের কাছ থেকে ইসলামি বইপত্র উদ্ধার করা হয়েছে।

পাবনা থানার ওসি নাসিম আহম্মেদ জানান, পাবনা শহরতলির মনসুরাবাদ আবাসিক এলাকার ৫নং সড়কের ১১৯নং বাড়িটির মালিক সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন। দ্বিতল এ বাড়ির নিচ তলায় জামায়াতের নারী সদস্যদের আস্তানা ছিল।

এখান থেকে নারী সদস্যরা মেয়েদের সংগঠিত এবং ‘নাশকতার ছক পরিচালনা করতেন তিনি।”

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ৯টার দিকে ঘিরে ফেলে এবং সেখান থেকে বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৩ নারী সদস্য এবং বাড়ির মালিক অধ্যক্ষ আনোয়ার হোসেনকে আটক করেন। ওই আস্তানা থেকে বিপুলসংখ্যক বই উদ্ধার করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) বলেন, আটকদের পাবনা থানায় নিয়ে আসা হয়েছে।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তদন্ত করে বিস্তারিত তথ্য উদ্ঘাটন করা হবে। বাড়ির মালিক অধ্যক্ষ আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে।