সিলেটবুধবার , ১৬ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গণশপথের মধ্য দিয়ে বুয়েটে আন্দোলনের সমাপ্তি ঘটবে

Ruhul Amin
অক্টোবর ১৬, ২০১৯ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। গত ৭ অক্টোবর থেকে এ আন্দোলন চলে আসছে। আজ বুধবার (১৬ অক্টোবর) গণশপথের মধ্য দিয়ে ওই আন্দোলনের সমাপ্তি ঘটবে। এর জন্য বুয়েট অডিটোরিয়ামের ভেতরে এবং বাইরে প্রস্তুত আছেন শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে জমায়েত হন তারা। দুপুর ১২টায় গণশপথ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে শুরু করতে পারেননি তারা।

মাঠের আন্দোলনের ইতি ঘটলেও প্রশাসনের দেওয়া আশ্বাস এবং প্রতিশ্রুতি পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন,আসামিদের চার্জশিট হওয়ার পর অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত কোনও অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী আরিফ ইবনে আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গণশপথের মধ্য দিয়ে আন্দোলন শেষ হবে৷ আমাদের প্রস্তুতি শেষ৷ কিছুক্ষণের মধ্যে শপথ শুরু হবে৷ আমাদের মাঠের আন্দোলন শেষ হলেও দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সে ব্যাপারে পর্যোবেক্ষণ চলবে।’

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাত তিনটার দিকে বুয়েটের শেরেবাংলা হলের সিঁড়ি থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পর দিন চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা। এ মামলার এজাহারভুক্ত ১৯ আসামিসহ এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।