সিলেটসোমবার , ২১ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হেফাজতের কর্মসূচিঃ কাল সারা দেশে বিক্ষোভ

Ruhul Amin
অক্টোবর ২১, ২০১৯ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃঃ ভোলার চর বোরহানউদ্দিনে আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক হিন্দু যুবকের অবমাননাকর বক্তব্যকে কেন্দ্র করে আয়োজিত প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে কমপক্ষে ৪জন নিহতের ঘটনায় কর্মসূচী ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ সোমবার দুপুর ১২টার পর চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত জামিয়া দারুল উলুম মুঈইল ইসলাম (হাটহাজারী মাদরাসা) আল্লামা শফীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হোসেন, মাওলানা সলিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী প্রমুখ।

সংবাদ সম্মেলন থেকে ভোলার ঘটনার প্রতিবাদে আগামীকাল ২২ অক্টোবর ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা দেয়া হয়েছে।

এছাড়াও এই ঘটনার সাথে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং আহতদের চিকিৎসা ও নিহতদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

হেফাজত নেতা আজিজুল হক ইসলামাদী জানান,

১) আগামীকাল ২২ অক্টোবর বাদ জোহর সারাদেশের জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

২) ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মহানবী (সা.) ও আল্লাহ তায়া’লাকে নিয়ে কটূক্তিকারী হিন্দু বিপ্লব চন্দ্র শুভ’র সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

৩) তৌহিদি জনতার উপর বর্বরোচিত হামলা যারা চালিয়েছে সেসব পুলিশ সদস্যদের দ্রুত বিচারের মুখোমুখি করা।

৪) শত শত আহতের সুচিকিৎসা এবং শহীদদের পরিবারকে যথাযথ ক্ষতি পূরণ দেয়ার ব্যবস্থা করা।

৫) সংঘটিত ঘটনায় ইস্যুকৃত সকল মামলা প্রত্যাহার করা

৬) আগামী ১৫ দিনের মধ্যে উল্লেখিত দাবী পূরণ নাহলে পরবর্তী করণীয় জানানো হবে।