সিলেট ১৮ই মে, ২০২২ ইং | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬
ডেস্ক রিপোর্ট: আগামী বছরের (২০১৭ সালে) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আটটি সাধারণ বোর্ডের এসএসসি, মাদরাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২ মার্চ।
এ পরীক্ষায় সারাদেশের মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিবে।
আজ বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষাসূচি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।
এর আগে পরীক্ষার সময়সূচির অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ সকালে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারিতে শুরু হয়ে ২ মার্চ আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, সঙ্গীত বিষয়ে ৪ মার্চ এবং ৫ থেকে ১৬ মার্চের মধ্যে অন্য বিষয়ের ব্যবহারির পরীক্ষা নেয়া হবে।
পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
গত বছরের মতো এবারো মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেয়া হবে সৃজনশীল ও রচনামূলক অংশের পরীক্ষা।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরুর ঘোষণা থাকলেও আগামী বছর ওইদিন স্বরস্বতী পূজার ছুটি থাকায় পরের দিন ২ ফেব্রুয়ারি শুরু হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com