সিলেটসোমবার , ২৮ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সড়ক প্রশস্তকরণে বিনা পয়সায় জমি ছেড়ে দেয়ার নজির দেশের আর কোথাও নেই : মেয়র আরিফ

Ruhul Amin
অক্টোবর ২৮, ২০১৯ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘নগরবাসীর নাগরিক দায়বদ্ধতার বিষয়টি নিয়ে সঠিকভাবে উপলব্ধি করলে নগরীকে সাজানো সময়ের ব্যাপার মাত্র। সেই লক্ষেই সিলেট নগরী এগিয়ে যাচ্ছে। সড়ক প্রশস্তকরণ কাজে নিজ নিজ উদ্যোগে জমি ছেড়ে দেয়া চাট্টিখানি কথা নয়। এই নজির দেশের কোন স্থানে নেই।’

রোববার নগর ভবনে সফররত রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় আরিফ আরও বলেন, ‘সিলেট স্মার্ট সিটি তৈরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে সিলেট হবে একটি বিশ্বমানের স্মার্ট নগরী।

সিসিকের প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস লিপনের সভাপতিত্বে ও সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমনের পরিচালনায় মতবিনিময় সভায় সভায় বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী কাউন্সিলর উম্মে ছালমা, শিরিন আক্তার, বেলী বেগম ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনজুমানারা বেগম।

এছাড়া সভায় সিসিকের প্যানেল মেয়র-২ এ্যডভোকেট রোকশানা বেগম শাহনাজ, তারেক উদ্দিন তাজ বক্তব্য রাখেন। সভা শেষে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন সফররত প্রতিনিধি দল। এছাড়া সিসিকের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রমও ঘুরে দেখেন তারা।