সিলেটসোমবার , ২৮ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চিঠির জবাব দিলেন মেনন

Ruhul Amin
অক্টোবর ২৮, ২০১৯ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের ঘটনায় ১৪ দলের দেওয়া চিঠির জবাব দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং জোটের অন্যতম শীর্ষ নেতা রাশেদ খান মেনন।

রোববার রাতে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় গিয়ে তার কাছে এই চিঠি পৌঁছে দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান।

মেননের চিঠি পাওয়ার পরই সোমবার বেলা ১১ টায় ১৪ দলের একসভা আহ্বান করা হয়েছে। এ সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জোট সূত্র জানায়।

উল্লেখ্য, সম্প্রতি বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে রাশেদ খান মেনন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বলেন, ‘আমি সাক্ষী, এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। আমি সাক্ষি দিয়ে বলছি, আমি জনগণ, সেই জনগণ, তারা ভোট দিতে পারে নাই।’

তার এ বক্তব্য প্রদানের পর দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। পরে তার বক্তব্যের ব্যাখা চেয়ে গত ২৪ অক্টোবর রাতে মেননের কাছে জোটের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তার এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।