সিলেটমঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট নগরীর ৩৩.৬৮% পরিবারের জমির মালিকানা নেই

Ruhul Amin
অক্টোবর ২৯, ২০১৯ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
শহরে বাস করা জমির মালিকানাবিহীন পরিবারের হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রতিবেদনের তথ্য অনুযায়ী সেখানে ৩৩ দশমিক ৬৮ শতাংশ পরিবারের জমির মালিকানা নেই। এ তালিকায় এরপর রয়েছে ঢাকা। এ বিভাগটিতে জমির মালিকানাবিহীন শহরে পরিবারের হার ৩৩ দশমিক ৬১ শতাংশ। এ হার বরিশালে ২২ দশমিক ৭২ শতাংশ, চট্টগ্রামে ২১ দশমিক ৭৬, খুলনায় ৩২, ময়মনসিংহে ১৮ দশমিক ৩৬, রাজশাহীতে ১৬ দশমিক ৫৩ ও রংপুরে ১৬ দশমিক ৮৩ শতাংশ।
সিলেট বিভাগের গ্রামে জমির মালিকানাবিহীন পরিবারের হার ১২ দশমিক ১৫ শতাংশ। এটি দেশের গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে সর্বোচ্চ। এ হার বরিশালে ৫ দশমিক শূন্য ২ শতাংশ, চট্টগ্রামে ৫ দশমিক ২, ঢাকায় ১০ দশমিক ৪৮, খুলনায় ৭ দশমিক ৩৩, ময়মনসিংহে ৬ দশমিক ১৮, রাজশাহীতে ৭ দশমিক ৭৭, রংপুরে ৮ দশমিক ২২ ও সিলেটে ১২ দশমিক ১৫ শতাংশ।
কৃষিশুমারি ২০১৯-এর প্রাথমিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশে জমির মালিকানা নেই এমন পরিবার রয়েছে ১১ দশমিক ৩৩ শতাংশ। শহরে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে এ হার বেশি। শহরের ২৮ দশমিক ৭৯ শতাংশ পরিবারের ভূমির মালিকানা নেই। আর গ্রামে জমির মালিকানা নেই এমন পরিবার রয়েছে ৭ দশমিক ৮৪ শতাংশ। জমির মালিকানাবিহীন পরিবারগুলোর মধ্যে বরিশালে ৬ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৭ দশমিক ৭৭, ঢাকায় ১৮ দশমিক ৬৪, খুলনায় ৯ দশমিক ৮, ময়মনসিংহে ৬ দশমিক ৯৪, রাজশাহীতে ৮ দশমিক ৫৫, রংপুরে ৮ দশমিক ৮৩ ও সিলেট বিভাগে ১৩ দশমিক ৬১ শতাংশ বাস করছে।
উল্লেখ্য,গত রোববার (২৭ অক্টোবর) কৃষিশুমারি ২০১৯-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। কৃষিশুমারির গণনা কার্যক্রমে প্রাথমিকভাবে সংক্ষিপ্ত প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। এরপর একটি বিস্তারিত প্রশ্নপত্রের ভিত্তিতে কৃষি খানায় নমুনা শুমারি শুরু হবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক শুমারিও পরিচালিত হবে। গত বছরের ডিসেম্বর থেকে প্রাথমিক কার্যক্রম শুরু হয়। মাঠ পর্যায়ে মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয় চলতি বছরের ৯-২০ জুন। ১ লাখ ৪৪ হাজার ১৯১ জন গণনাকারী এতে অংশ নেন।