সিলেটশুক্রবার , ১ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ক্ষণজন্মা নিরব সাধক শায়খুল হাদীস আল্লামা শিহাবুদ্দীন রাহ.

Ruhul Amin
নভেম্বর ১, ২০১৯ ১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাইদুজ্জামান আল হায়দার:

শায়খুল হাদীস আল্লামা শিহাবুদ্দীন রাহ. একজন ক্ষণজন্মা নিরব সাধক পুরুষ। তিনি র্দীঘ অর্ধশতাব্দিীকাল জামে বুখারীর খেদমত করে গেছেন। তিনি ছিলেন নববী অাখলাকের বাস্তব প্রতিচ্ছবি, আকাবীর আসলাফের অবিকল মডেল, সাহাবা আদর্শের আইডল,সরল পথের অাকাশচুম্বী মিনার,দৃঢ় সংকল্প আর হিম্মতের অটল পর্বত। ভ্রষ্টতার আঁধারে আচ্ছন্ন সমাজে প্রদীপ্ত মশাল,আহলে হকের বাতিঘর, তাকওয়া ও তাজকিয়ায়ে নাফছের মূর্তপ্রতিক। দেওবন্দীয়তের বেমিসাল আবিস্কার,সর্বোপরি ইলমে হাদীসের এক কিংবদন্তী । সিলেট জেলার কানাইঘাট থানার ০৫ নং বড়চতুল ইউনিয়নের ঐতিহ্যবাহী পর্বতপুর নয়াফৌদ জনপদে ১২ আগষ্ট ১৯৪৮ ঈসায়ী রোজ সোমবারে জন্মগ্রহণ করেন। হজরতের চিন্তা – চেতনা ছিল বড়’ই বিরল ও অসাধারণ। প্রায় সাড়ে তিনহাজার ছাত্র হজরতের কাছে বুখারী শরীফ পড়ে ধন্য হয়েছে। এদের অনেকাংশ শায়খুল হাদীস,মুহাদ্দিস, মুফতি, মুফাসসির,মুদাররিস,ওয়াইজ,রাজনীতিবিদ,শায়খুল কুররা,কারী,লেখক,গবেষক ও ব্যবসায়ী হিসেবে খেদমতে খালক করে যাচ্ছেন। সিলসিলাতুর রিজাল অাল মুসিলাতু ইলাল মতন হিসাবে স্বর্ণাক্ষরে হজরতের ইসিম মোবারক সনদে হাদীসে তা কীয়ামত লিখা থাকবে। বৃহত্তর সিলেটের সমকালিন মনীষীগণের মধ্যে হেদায়তের রাজপথ তথা দরস ও তাদরীস,ওয়াজ ও নসীহত,তাজকিয়া ও আত্মশুদ্ধি,শরীয়তের কিতাবুত তীব ওয়াশ শিফার আলোকে তাবীয – কবজ ইত্যাদি দীনের মৌলিক আমলে তিনি ছিলেন সবার শীর্ষে। কত মানুষ হজরতের পরশ পেয়ে ধন্য হয়েছে। আমৃত্যু শায়খুল হাদীস, দুই যুগের নাজিমে ইমতেহানে এদারা, জীবনের ৭১ টি বসন্ত দেশ জাতি ও ইসলামের তরে নিবেদিতপ্রাণ কর্মি হিসেবে অতিবাহিত করেছেন। ধর্মীয় বিভিন্ন খিদমাতে তিনি একজন কিংবদন্তী প্রবাদপুরুষ।ওয়াজের জগতে জাহির – বাতিন পরিস্কার সর্বজন শ্রদ্ধেয় একজন জাদরেল খতীব। দরসের জগতে একজন আদর্শ উস্তাদ।তাজকিয়ায়ে নাফছের ময়দানে ইমামে মাদানী রাহ.এর আজল্লে মাজাজ। হজরতের হৃদয়ে ছিল মানবতার অকৃত্রিম দরদ।আর সেই দরদ নিয়ে মৃত্যুর পূর্ব পর্যন্ত জাতিকে হেদায়তের মহাসড়কে আহবান করে গেছেন।ওগো মাওলা! হজরতের আজীবনের খেদমতকে তুমার জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আর আমাদেরকেও হজরতের আদর্শ ও চেতনার তরে কবুল করে নাও।আমীন, ছুম্মা আমীন। লেখক: সাইদুজ্জামান আল হায়দার,মুহাদ্দিস,জামিয়া দারুল কুরআন,সিলেট।