সিলেটশুক্রবার , ১ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা

Ruhul Amin
নভেম্বর ১, ২০১৯ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক ॥ কাশ্মীরে পাঁচ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কাশ্মীরের দক্ষিণের কুলগাম জেলায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের গুলিতে হতাহতের শিকার শ্রমিকরা সবাই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার।

মাত্র একদিন আগেই কাশ্মীরে সফর করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। তারপরেই এই হামলার ঘটনা ঘটল।

গত ৫ আগস্ট কাশ্মীরের ওপর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে নেয় ভারত। এ বিষয়ে স্থানীয় লোকজনের অভিজ্ঞতা জানতেই সেখানে সফর করে ওই প্রতিনিধি দলটি।

৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই উপত্যকায় ট্রাক চালক এবং শ্রমিকরা হামলার শিকার হচ্ছেন। বিশেষ করে যারা কাশ্মীরের বাইরে থেকে উপত্যকায় প্রবেশের চেষ্টা করছেন তাদেরকেই হামলার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এর আগে গত সোমবার অনন্তনাগ এলাকায় উদমপুর জেলা থেকে আসা এক ট্রাক চালককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। গত ৫ আগস্ট থেকে এ পর্যন্ত চারজন ট্রাক চালককে গুলি করে হত্যা করা হয়েছে।

গত ২৪ অক্টোবর সোপিয়ান জেলায় দুই ট্রাক চালককে গুলি করে হত্যা করা হয়। তারা কাশ্মীরের বাইরে থেকে উপত্যকায় প্রবেশ করেছিল।