সিলেটশনিবার , ২ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ইমাম বুখারী ইনিস্টিটিউট এন্ড এডুকেশন ট্রাষ্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

Ruhul Amin
নভেম্বর ২, ২০১৯ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃঃ আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ এর অধীনে, অনুষ্ঠিত ১৪৪০ হিজরীর তাকমিল ফিল হাদিস (মাস্টার্স) পরীক্ষার বৃহত্তর সিলেটের মাদরাসাসমূহ থেকে মেধা তালিকায় বিশেষ স্থান অধিকারীদের মধ্যে ইমাম বুখারী ইনিস্টিটিউট এন্ড এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ এর উদ্যোগে মুহাম্মদ বিন ইসমাইল আল-বুখারী রহ. পুরস্কার বিতরণ করা হয়েছে।

মুহাম্মদ বিন ইসমাইল আল বোখারী রহ. পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৩১ অকটোবর ২০১৯ ঈসায়ী রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায়।
দরগাহ মসজিদে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া দরগার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি। সভাপতির বক্তব্যে মাওলানা মুহিব্বুল হক বলেন,
“পুরস্কারপ্রাপ্ত মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীরা অবশ্যই ইসলামের আলো সমাজসহ সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন এই কামনা করছি। ইমাম বুখারী ইনিস্টিটিউট এন্ড এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ এর অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, টানা তৃতীয়বারের মত মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীদের দেয়া পুরস্কার শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে উদ্বুদ্ধ করবে।”

জামিয়া দরগার উস্তাদ মাওলানা জুনাইদ কিয়ামপুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিকরপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজ মনির উদ্দিন, রেঙ্গা মাদাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, আজাদ দ্বীনি এদারা বোর্ডের সেক্রেটারি মাওলানা আব্দুল বছির, কৌড়িয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজ মুহসিন আহমদ, সৈয়দপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম, জামিয়া অলৈতলী ও কাতিয়ার মুহতামিম মাওলানা হাফিজ ইমদাদ উল্লাহ, জামালপুর মাদাসার মুহতামিম মাওলানা বাহা উদ্দিন, মুহাদ্দিস মাওলানা জমিরুদ্দিন, পল্লবী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুহিবুর রহমান মানিক প্রমুখ।

অনুষ্ঠানে ইমাম বুখারী ইনিস্টিটিউট এন্ড এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রাষ্টের সেক্রেটারী আওলানা আব্দুল বছীর। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণ করা হয়।