সিলেটসোমবার , ৪ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আলেম সমাজকে সমাজসেবায় ভুমিকা রাখতে হবেঃ রুহুল আমিন সাদী

Ruhul Amin
নভেম্বর ৪, ২০১৯ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ
বিশিষ্ঠ আলেমেদ্বীন,মিডিয়া ব্যাক্তিত্ব মাওলানা রুহুল আমিন সাদী বলেছেন, বর্তমানে দেশে একটি সংকটময় মুহূর্ত চলছে৷ পাশবিকতা ও নির্মমতা সমাজে প্রকট আকার ধারন করেছে৷ এ মুহূর্তে মানবতার মশাল জ্বেলে আলেম সমাজকে সমাজসেবায় এগিয়ে আসতে হবে ৷সমাজের রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসা অন্ধকার দূরিভুত করে আল কোরআনের আলোয় সমাজ গঠন করতে হবে৷ তিনি বলেন আল কোরআন একটি বিপ্লবী গ্রন্থ ৷ কোরআনের শিক্ষা সমাজে চালু থাকলে বিপ্লবী জনতা তৈরি হবে৷ একান্ত বিরোধী গোষ্ঠিও কোন এক সময় কোরআনের শিক্ষার কাছে আত্মসমর্পন করবে৷ তিনি বলেন উস্তাদ নোমান আলী খান এক সময় ইসলাম বিরোধী ছিলেন৷কিন্তু কোরআনের সংস্পর্ষে এসে তিনি এখন ইসলামের প্রচারক হয়েছেন৷তার লেকচার লক্ষ লক্ষ ভিউ হয়৷তাই যে কোন মূল্যেই কোরআনের শিক্ষাকে চালু রাখতে হবে৷আলেম সমাজ ও মাদ্রাসা গুলো টিকে থাকলেই কোরআনী শিক্ষা টিকে থাকবে৷তিনি বলেন বর্তমান নাজুক সময়ে আলেম সমাজকে আরো সুচিন্তিত শান্তিপূর্ন গঠনমূলক কর্মপদ্ধতি অবলম্বন করতে হবে৷অতি জজবাতি হঠকারী কোন কর্মসূচি নেয়া থেকে বিরত থাকতে হবে৷কেননা হঠকারী কর্মসূচি পালন করতে যেয়ে যদি কোরআনী শিক্ষাকেন্দ্র গুলো বিলুপ্ত হয়ে যায় তবে এদেশে ইসলামের আলো একসময় নিভে যাবে৷এতে করে ইসলাম বিরোধীদের ইচ্ছাই পূরন হবে৷তাই সমাজসেবা মূলক কাজে বেশিমাত্রায় অংশগ্রহন করে সমাজের মানুষের কাছে যেতে হবে৷সেতুবন্ধন তৈরি করতে হবে৷এদেশের গণমানুষের হৃদয় জয় করতে না পারলে ভবিষ্যত অনিশ্চিত হবে।
সাভার উপজেলা উলামা পরিষদের সকল কল্যানকর কাজে একাত্মতা ঘোষনা করে তিনি বলেন পরিষদ একটি চমৎকার সংগঠন।
ঢাকা থেকে মিডিয়ায় প্রায়ই পরিষদের সেবামূলক ও সংস্কার মূলক কাজের সংবাদ পেতাম৷আজ এর প্রোগ্রামে আসতে পেরে আমি আনন্দিত৷আপনারা আরো গতিশীলতার সাথে এগিয়ে যান৷এবং সমাজের সুস্থ ও অগ্রণী চিন্তার মানুষদের উচিৎ পরিষদের সাথে একযোগে কাজ করা৷
সমাজসেবা মূলক অরাজনৈতিক দ্বীনি সংগঠন সাভার উপজেলা উলামা পরিষদ আয়োজিত এক প্রশিক্ষন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন৷আজ ৪ আগস্ট সোমবার বাদ জোহর সাভার হামিউস্সুন্নাহ মাদ্রাসা মিলনায়তনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়৷
পরিষদের সভাপতি আল্লামা ইউসুফ সাদিক হক্কানীর সভাপতিত্বে ও মুফতি সুলতান মাহমুদ ও মুফতি আলী আকরামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আলী আযম,মুফতি কাওসার হুসাইন,মাওলানা রফিকুল ইসলাম সরদার,মাওলানা আঃআজীজ,মাওলানা মাহফুজ হায়দার,মাওলানা মাহবুব গুলজার সহ পরিষদের কেন্দ্রীয় ও তৃনমূল দায়িত্বশীল গন৷