সিলেট ১৫ই মে, ২০২২ ইং | ১লা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯
ডেস্করিপোর্ট:অযোধ্যা রায় নিয়ে ফের শান্তির বার্তা দিল বাংলার মুসলিম নেতারা। এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুর রফিক, ফুরফুরা দরবার শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী, সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, জমিয়তে আহলে হাদিসের মারুফ সালাফি, ইমামে ঈদাইন কারী ফজলুর রহমান, মাওলানা সরাফত ইবরার শান্তির বার্তা দেন।
মসজিদ ও সোস্যাল মিডিয়াতেও মুসলিম নেতারা শান্তির বার্তা দিয়েছেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াতের সভাপতি মুফতি আব্দুল মতিন,জমিয়তে আহলে হাদিসের রাজ্য সম্পাদক আলমগীর সরদার প্রমুখ শান্তির পরিবেশ রক্ষায় আহ্বান জানিয়েছেন। (TDN Bangla)
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com