স্টাফ রিপোর্টার : মিয়ানমারের বার্মায় রোহিঙ্গা মুসলিমদের উপর বর্বর নির্যাতন বন্ধ করতে ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে নির্যাতিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বরুণার পীর মাওলানা শেখ খলিলুর রহমান হামিদী।
জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণা মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের এক অনুষ্ঠানে এ আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা রশিদ হামিদী, মাওলানা হিলাল আহমদ, হাফিজ আহমেদ দীন কাসিম প্রমুখ উলামায়ে কেরাম এসময় উপস্থিত ছিলেন।