সিলেটবুধবার , ১৩ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার কারামুক্তির জন্যে মার্কিন কংগ্রেসের সহায়তা চেয়ে স্মারকলিপি

Ruhul Amin
নভেম্বর ১৩, ২০১৯ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বেগম খালেদা জিয়ার কারামুক্তির জন্যে মার্কিন কংগ্রেসের সহায়তা চেয়ে স্মারকলিপি দেয়া হলো কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে এশিয়া মহাদেশ বিষয়ক সাব-কমিটির চেয়ারম্যান ( Subcommittee on Asia, the Pacific, Nonproliferation, Chairman) কংগ্রেসম্যান ব্র্যাড শারমেনের কাছে। ১০ নভেম্বর রবিবার এই কংগ্রেসম্যানের সাথে সাক্ষাৎ করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল এ চৌধুরী শিপলুর

নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতিসহ কারাগারে আটক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার
শারিরীক অবস্থার বিবরণ দেন। চিকিৎসার স্বার্থে দ্রুত তার মুক্তি প্রয়োজন বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন।

নেতৃবৃন্দ এ সময় অভিযোগ করেন যে, সাজানো মামলায় তাকে জেল দেয়া হয়েছে। ডেমক্র্যাটিক পার্টির এই কংগ্রেসম্যান মনযোগ সহকারে বিএনপি নেতৃবৃন্দের কথা শোনেন। এ নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরো বিস্তারিত জানার পর সহকর্মীদের সাথে কথা বলবেন বলে উল্লেখ করেন।

লসএঞ্জেলেস সিটি সংলগ্ন এলাকা নিয়ে গঠিত ৩০তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ১৯৯৭ সাল থেকে নির্বাচিত হয়ে আসা কংগ্রেসম্যান
ব্র্যাড শারমেন এ সময় প্রবাসী বাংলাদেশীদের মার্কিন রাজনীতির সাথে আরো জোরালো ভুমিকায় অবতীর্ণ হবার আহবান জানান। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের দমন-পীড়নের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামনের বছরের নির্বাচনে ডেমক্র্যাটদের বিজয় দানের প্রসঙ্গ উল্লেখ করেন। অভিবাসীদের গড়া এই আমেরিকায় ট্রাম্পের কারণে প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন কঠোর পরিশ্রমী অভিবাসীরা-এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির এই প্রতিনিধি দলে ছিলেন এম ওয়াহিদ রহমান, মোঃ আঃ বাছিত, মিকায়েল খান রাসেল, শাহাদাৎ হোসেন শাহীন, সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহমেদ রাসেল, বদরুল আলম মাসুদ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, রাজপথে সরব থাকার পাশাপাশি আমরা ক’টনৈতিক চ্যানেলেও দেন-দরবার অব্যাহত রাখবো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি না দেয়া পর্যন্ত।