সিলেটবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাবরি মসজিদ ইস্যুতে- শুক্রবার সিলেটে হেফাজতের বিক্ষোভ সফলের আহবান

Ruhul Amin
নভেম্বর ১৪, ২০১৯ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণে ভারতীয় সুপ্রিম কোর্টের সাম্প্রদায়িক রায়ের প্রতিবাদে হেফাজতে ইসলাম সিলেটের বিক্ষোভ মিছিল আগামী ১৫ নভেম্বর শুক্রবার বাদ জুমা বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হবে।
বুধবার রাতে নগরীর জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদ্রাসায় এ উপলক্ষ্যে হেফাজত নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
মহানগর হেফাজতে ইসলামের সহ সভাপতি মাওলানা হাফিজ মহসিন আহমদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর হেফাজতের ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা খায়রুল হোসেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা ফয়জুল হক জালালাবাদী, মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা মনজুর আহমদ, মাওলানা মুশফিকুর রহমান মামুন প্রমুখ।

বৈঠকে সিলেটের হেফাজত নেতৃবৃন্দ বলেন, বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের রায় মুসলমানরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এই রায়ে উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা বিপন্ন করার সুযোগ তৈরী করা দেওয়া হয়েছে। মুসলমানদের সাথে হিন্দু সম্প্রদায়ের নতুন করে দাঙ্গা সৃষ্টির রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বহি:প্রকাশ ঘটেছে। পাঁচ শতবৎসরের ঐতিহ্যবাহী বাবরী মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের রায় বিশে^র প্রতিটি মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। নেতৃবৃন্দ আগামী ১৫ নভেম্বর শুক্রবার বাদ জুমআ সিলেটের হেফাজতের ইসলামের শান্তিপূর্ণ মিছিল সফল করার জন্য হেফাজতে ইসলাম ও উলামায়ে কেরাম সহ তৌহিদি জনতার প্রতি আহ্বান জানান।
সিলেট মহানগর হেফাজতের প্রচার বিভাগের দায়িত্বশীল মাওলানা সালেহ আহমদ শাহবাগী সিলেট রিপোর্টকে এই তথ্য জানান।