সিলেটবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইমরান বিরুধী আন্দোলনে মাওলানার প্ল্যান -বি ঘোষণা

Ruhul Amin
নভেম্বর ১৪, ২০১৯ ২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্টঃ পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান, আজাদি মার্চ থেকে “প্ল্যান -বি” এর আওতায় আগামী কাল থেকে দেশের সব সহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন।
পাকিস্তানের শক্তিশালী গণমাধ্যম ডন জানায়, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান প্ল্যান-বি এর ব্যাখ্যা করতে গিয়ে এ কথা জানান, বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ দেশের মহাসড়ক অবরোধ করা হবে।

তিনি বলেন, আগামীকাল পেশোয়ার ও রাওয়ালপিন্ডির মধ্যবর্তী জিটি রোড অবরোধ করা হবে। সিন্ধু মহাসড়ক, বেলুচিস্তানের কোয়েটা-চামান সড়ক, খাইবার পাখতুনখোওয়ার সিল্ক রোড এবং পাঞ্জাবের সিন্ধু হাইওয়ে ইতিমধ্যে অবরুদ্ধ হয়ে গেছে।
জেআইআই-এফ-এর অন্য নেতা নেতা রশিদ সোমো আগামীকাল দুপুর ২ টার মধ্যে করাচির হাব নদী সড়ক অবরোধ করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন। তিনি কর্মীদের অবরোধের সময় অ্যাম্বুলেন্সে যাওয়ার ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়েছেন। তিনি তাদের হাতে লাঠি না ধরার নির্দেশও দিয়েছেন বলে জানা যায়।

এর আগে বুধবার পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম এর প্রধান মাওলানা ফজলুর রহমান সরকারবিরোধী আন্দোলনের প্ল্যান বি চূড়ান্ত করেছেন।
জমিয়তের প্ল্যান বি অনুযায়ী, সিন্ধু, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের মূল মহাসড়ক এবং রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ করার ঘোষণা দেন।
ডেইলি জং আরো জানায়, চারটি প্রাদেশের জমিয়তের নেতারা প্ল্যান বি অনুযায়ী মাওলানা ফজলুর রহমানকে তাদের প্রস্তুতির কথা বিস্তারিত জানালে তিনি সন্তোষ প্রকাশ করেছিলেন।