সিলেটশুক্রবার , ১৫ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাগরপথে মালয়েশিয়ায় পালানোর সময় ১১৯ রোহিঙ্গা উদ্ধার

Ruhul Amin
নভেম্বর ১৫, ২০১৯ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১১৯ রোহিঙ্গাসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ৪ ট্রলার চালককেও আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিম সমুদ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, ওই এলাকায় সাগরে মানুষভর্তি একটি ট্রলার ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করে।

তারা জানায়, দালাল চক্রের মাধ্যমে রোহিঙ্গারা সাগর পথে মালয়েশিয়া যাচ্ছিল। ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে তারা সাগরে ভাসছিল। উদ্ধারের সময় তাদের চোখে মুখে আতঙ্ক দেখা গেছে। এর আগে টেকনাফের রাজারছড়া উপকূল দিয়ে উন্নত জীবনের আমায় সাগরপথে মালয়েশিয়া পাড়ি দিচ্ছিল বলে স্বীকার করেন উদ্ধার যাত্রীরা। তাদের টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।