সিলেটসোমবার , ২১ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্বগ্রহণের তিন ঘণ্টা পরই কারাগারে গেলেন মেয়র নজরুল

Ruhul Amin
নভেম্বর ২১, ২০১৬ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
দায়িত্বগ্রহণের মাত্র তিন ঘণ্টা পর আদালতে হাজিরা দিতে এসে কারাগারে গেলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা জামায়াতের সাবেক আমির নজরুল ইসলাম।রবিবার দুপুরে আমলি আদালত ‘ক’ অঞ্চলের সিনিয়র হাকিম জুয়েল অধিকারী এ আদেশ দেন। ২ ফেব্রুয়ারির একটি বিস্ফোরক মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত।

এর আগে সকাল সাড়ে ১০টায় হাইকোর্টের নির্দেশে ১১ মাস পর দায়িত্বগ্রহণের পর পৌরসভা থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে আটকের চেষ্টা করলেও তার আইনজীবীরা আদালতে নিয়ে যাওয়ার কথা বলে গ্রেপ্তার এড়িয়ে যান। এসময় তাকে পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয়।

প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর নির্বাচিত হলেও শপথগ্রহণের আগের দিন নাশকতার বেশ কয়েকটি মামলায় আত্মসমর্পণ করে জেলহাজতে থাকার কারণে প্যারোলে শপথগ্রহণ করেন তিনি। সম্প্রতি তিনি উচ্চ আদালতে জামিন নিয়ে ছাড়া পান।