সিলেটরবিবার , ১৭ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিটি-যুক্তরাজ্যের পোর্টসমাউথ সিটি কাউন্সিলের মধ্যে টুইন লিংক চুক্তি স্বাক্ষর

Ruhul Amin
নভেম্বর ১৭, ২০১৯ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এবং যুক্তরাজ্যের পোর্টসমাউথ সিটি কাউন্সিলের মধ্যে টুইন লিংক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন-সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এবং পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লিডার কাউন্সিলর গিরাল্ড ভারনন জ্যাকসন সিবিই ।

‘টুইন সিটি সাইনিং ছিরিমনি’ শীর্ষক এ অনুষ্ঠানে বক্তৃতাকালে পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লিডার জ্যাকসন বলেন, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। পোর্টসমাউথ সিটিতে অনেক প্রবাসী বাংলাদেশী বসবাস করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা উভয় সিটির মধ্যে শক্তিশালী সংযোগ স্থাপন করতে চাই। এ চুক্তির আওতায় উভয় সিটি শিক্ষা, তথ্য প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করতে পারে বলে মন্তব্য করেন তিনি।’

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, ‘শিক্ষা, পর্যটন এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা একযোগে কাজ করতে আগ্রহী। চুক্তিকে সফলকাম করতে উভয় সিটির মধ্যে নিয়মিত যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।’

তিনি বলেন, ‘সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসী যুক্তরাজ্যে বসবাস করেন। যুক্তরাজ্য প্রবাসী সিলেটীরা যুক্তরাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই প্রেক্ষাপটে এ চুক্তি উভয় সিটির জন্য কল্যাণকর হবে বলে মন্তব্য করেন তিনি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের গ্লোবাল ডিরেক্টর ববি মেহতা, পোর্টসমাউথ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের চেয়ার রাজা আলী, ইন্টারলিংক বিজনেস কনসালটেন্সির ম্যাবস নূর, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) বিধায়ক রায় চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনে প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিটি কাউন্সিলর শওকত আমিন তৌহিদ এবং আব্দুল মুহিত জাবেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।