সিলেটসোমবার , ১৮ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে ১ কেজি পেঁয়াজ পেলেন মেয়র আরিফ!

Ruhul Amin
নভেম্বর ১৮, ২০১৯ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
প্রায় দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে এককেজি পেঁয়াজ পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার বেলা পৌনে ২টার দিকে তিনি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি ট্রাক থেকে তিনি ৪৫ টাকা দরে এক কেজি পেঁয়াজ কিনেছেন।

এর আগে বেলা ১২টায় নগরের ক্বিনব্রীজের নিচে ট্রাকসেলের লাইনে দাঁড়ান মেয়র। এসময় মেয়রকে দেখে অনেকটাই অবাক হন সাধারণ ক্রেতারা। মেয়র লাইনে দাঁড়ানোর পর সিসিকের কয়েকজন কাউন্সিলরও লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ সংগ্রহ করেছেন।

এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘বর্তমানে দেশে পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, আমার নিজেরও ক্রয় ক্ষমতার বাইরে। পেঁয়াজের জন্য মানুষ অস্থির। আমার ঘরেও নেই পেঁয়াজ। ৪৫ টাকায় টিসিবি পেঁয়াজ বিক্রি করছে খবর পেয়েই এখানে আসি। এখন জনসাধারণের সাথে আমিও পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়েছি।’

উল্লেখ্য, সোমবার সকাল থেকে নগরীর রিকাবীবাজারস্থ কাজি নজরুল ইসলাম অডিটরিয়ামের সামনে, ক্বীন ব্রিজের মোড়ে, মার্কাজ পয়েন্ট বঙ্গবীর রোডে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। আদালতের নির্দেশনা অনুসারে র‌্যাবের অভিযানে আটক ভারত থেকে অবৈধপথে আসা ৭ টন পেঁয়াজগুলোই সেখানে বিক্রি করা হচ্ছে। স্টক থাকা পর্যন্ত বিক্রি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।