সিলেটমঙ্গলবার , ১৯ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নগরীর লালবাজারের আজাদ বোর্ডিং সিলগালা, ১২ নারী-পুরুষ আটক

Ruhul Amin
নভেম্বর ১৯, ২০১৯ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
অসামাজিক কার্যকলাপের অভিযোগে সিলেট নগরীর লালবাজারের আজাদ বোর্ডিং আবাসিক সিলগালা করে দেয়া হয়েছে। এসময় হোটেল থেকে ৫ নারী ও ৭ জন পুরুষকে আটক করা হয়। পরে তাদেরকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২ টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়।
মেয়র আরিফের বরাত দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বলেন, সিসিকের মেয়র আজকে লালবাজার পরিদর্শনে যান। এসময় ব্যবসায়ীরা ও এলাকাবাসী হোটেল আজাদের বিষয়য়ে মেয়রকে অভিহিত করেন। এসময় মেয়র পুলিশ সদস্যদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন।
তিনি আরও বলেন, আজাদ বোর্ডিং আবাসিককে সিলগালা করে দেয়া হয়েছে। একই সাথে তাদের বিভিন্ন কাগজপত্র দেখাতে বলা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, পুণ্যভূমি সিলেটে অসামাজিক কার্যকলাপ চলতে দেয়া হবে না। যদি কেউ এমন কাজ করতে চায় তাহলে আইনের আওতায় আনা হবে। একই সাথে এসব ব্যাপারে সিলেটবাসীকেও সজাগ থাকতে হবে।