সিলেটবুধবার , ২৭ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা : ৫০০ জনের বিরুদ্ধে মামলা

Ruhul Amin
নভেম্বর ২৭, ২০১৯ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির অজ্ঞাত ৫০০ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করে বলে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান।

তিনি বলেন, হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ৩২। ইতিমধ‌্যে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্তে নিশ্চিত হয়ে আসামিদের গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপির নেতা-কর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেন। দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় নেতা-কর্মীরা পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি গাড়ি ভাঙচুর করে।

পুলিশকে লক্ষ‌্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এ ছাড়া বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।