সিলেটসোমবার , ২১ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আবদুল কুদ্দুস বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব

Ruhul Amin
নভেম্বর ২১, ২০১৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফী’র সভাপতিত্বে অনুষ্ঠিত  বেফাকের আমেলার বৈঠকে ঢাকার ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুসকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনিত করা হয়েছে।  আজ সোমবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত বৈঠকে অপর এক প্রস্তাবে অফিস পরিচালনার জন্য অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীকে ভারপ্রাপ্ত মহাপরিচালক করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বেফাকের র্শীষ একাদিক দায়িত্বশীল সিলেট রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সোমবার সকাল ১০ টায় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীতে  বেফাকের আমেলার বৈঠক বসে। কওমি স্বীকৃতি, মিয়ানমারে মুসলিম নির্যাতন, শিক্ষানীতি ও শিক্ষা আইনসহ সাম্প্রতিস সব ইস্যুতে এ বৈঠক ডাকা হয়। তবে বেফাকের মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী ইন্তেকাল করায় পরবর্তী মহাসচিব কে হবে বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ।
জানা যায়, বেফাকের এই শূন্যস্থান পূরণে মাওলানা আবদুল কুদ্দুসের নাম প্রস্তাব করেন বেফাকের সভাপতি আল্লামা আহমদ শফী। সবাই সেই প্রস্তাবে রাজি হলে ভারপ্রাপ্ত হিসেবে তাকেই মনোনীত করা হয়।
বৈঠকে উপস্থিত আছেন, বেফাকের অন্যতম সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা আবদুল হামিদ, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী ইন্তেকাল করায় বেফাকের মহাসচিব পদ্য শুন্য হয়।