ডেস্ক রিপোর্ট :
৬ লাখ টাকা ছিনতাই এর অভিযোগে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাতক্ষীরা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ হওয়ায় রেজাউল ইসলাম রেজা-সৈয়দ সাদিকুর রহমান নেতৃত্বাধীন জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর সাতক্ষীরার কালীগঞ্জের পাওখালীতে গুলি করে বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সাইফুল ইসলাম ও মামুনুর রহমান দ্বীপ নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে বলা হয়, ২৬ লাখ টাকা ছিনতাইয়ের মাস্টারমাইন্ড জেলা ছাত্রলীগ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। তার পরিকল্পনা অনুযায়ী এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।