সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ ইং | ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬
সোমবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এই অনুরোধ জানিয়ে তিনি বলেন- ইসকন সিলেটের যুগলটিলা মন্দিরের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ সভাপতি নবদ্বীপ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সাংগঠনিক কর্মকান্ডে সিলেট ইসকনের উন্নয়ন ও প্রসার ঘটছে। এতে ইর্ষান্বিত হয়ে মন্দিরের সহ সম্পাদক পান্ডব গোবিন্দ দাস (পিনু সরকার), সদস্য প্রেমনিদি দাস (প্রিতম সরকার), ব্রজ কৃষ্ণ দাস, বিপীন বিহারি দাস (বিনয় দাস), বুদ্ধি গৌর দাস (বিমল দাস), পরমেশ্বর দাস (প্রকাশ দেবনাথ) ও জয়কৃষ্ণ নাম দাস (জয়কৃষ্ণ রায়) সোসাইটির ভাবমুর্তি ক্ষুন্ন ও নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলে উঠে পড়ে লাগেন। তারা নবদ্বীপ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে অভিযোগ করেন।
তিনি আরোও বলেন, এবছরের গত ০৯ সেপ্টেম্বর ইসকন বাংলাদেশের সভাপতি শুদ্ধসত্ব গোবিন্দ দাসের (সত্যরঞ্জন বাড়ৈ) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবদ্বীপ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা পায়নি। পরবর্তিতে ১০ অক্টোবর ইসকনের তিনজন পরিচালক মন্ডলীর প্রতিনিধির সভায় তাদেরকে অপতৎপরতা না চালাতে সতর্ক করা হয়।
পরে ০৫ নভেম্বর পরিচালক মন্ডলীর সদস্য ভক্তিপুরুষোত্তম স্বামী মাহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫ জনকে শোকজ করা হয়। এরপরও গণমাধ্যমসহ বিভিন্ন সোসাইটিতে ভাবমূর্তি নষ্ট করতে থাকেন।
এ অবস্থায় তাদের মধ্যে মন্দিরে বসবাসরত পান্ডব গোবিন্দ দাস (পিনু সরকার), সদস্য প্রেমনিদি দাস (প্রিতম সরকার), বজ্র কৃষ্ণ দাস ও বিপীন বিহারি দাসকে (বিনয় দাস) সভাপতির নির্দেশে জরুরি সভা করে মন্দির কমিটি কর্তৃপক্ষ সাময়িকভাবে বহিস্কার করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com