সিলেটসোমবার , ৯ ডিসেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার থেকে এসেছে আরও ৪১ হাজার মণ পেঁয়াজ

Ruhul Amin
ডিসেম্বর ৯, ২০১৯ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
মিয়ানমার থেকে আসা ১৬শ’ ৩৮ মেট্রিক টন (৪১ হাজার মণ) পেঁয়াজ রবিবার (৮ ডিসেম্বর) টেকনাফ স্থলবন্দরে খালাস করা হয়েছে। তবে মিয়ানমার থেকে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি হলেও বাজারে এখনও দাম কমেনি। অভিযোগ রয়েছে, ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার আশায় বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবছার উদ্দিন বলেন, রবিবার মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে ১৬শ’ ৩৮ দশমিক ২৫৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আরও পেঁয়াজের ট্রলার খালাসের অপেক্ষায় রয়েছে।

টেকনাফ শুল্ক বিভাগ জানায়, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে চলতি মাসে ৭ হাজর ৮৩ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। সেপ্টেম্বর মাসে আমদানি হয় ৩ হাজার ৫৭৩ দশমিক ১৪১ মেট্রিক টন পেঁয়াজ এবং আগস্ট মাসে এসেছে ৮৪ মেট্রিক টন পেঁয়াজ।