সিলেটসোমবার , ৯ ডিসেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নতুন সড়ক পরিবহন আইনে মামলা শুরু

Ruhul Amin
ডিসেম্বর ৯, ২০১৯ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
সিলেটে নতুন সড়ক পরিবহন আইনে মামলা দেয়া শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। পাশাপাশি আইনের বিভিন্ন বিষয় নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণাও চালাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

সোমবার (৯ ডিসেম্বর) নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যরা রেজিস্ট্রেশন বিহীন যান, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো, অবৈধভাবে পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ ট্রাফিক আইনে বিভিন্ন অপরাধ করায় চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (ইন্সপেক্টর) বি আমিন বলেন, নভেম্বরের ১ তারিখ থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করার কথা থাকলেও আমরা জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে এক মাসেরও বেশি সময় দিয়েছি। আর আজ থেকে এটি কার্যকর হয়েছে।

তিনি আরও বলেন, আইন কখনো কারও ক্ষতির জন্য হয় না। আইন হয় সকলের মঙ্গলের জন্য। তাই এই আইন নিয়ে আন্দোলন না করে সবাই মিলে সচেতন হয়ে চলে ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিয়মের মধ্যেই থেকে সড়কে যানবাহন চালাতে সকলের প্রতি আহবান জানান তিনি।