সিলেটমঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারতের নাগরিকত্ব বিলের কাগজ ছিঁড়ে ফেলে ওয়াইসির প্রতিবাদ

Ruhul Amin
ডিসেম্বর ১০, ২০১৯ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ভারতে লোকসভায় নাগরিকত্ব বিলের কাগজ ছিঁড়ে ফেলে মুসলিমদের বিরুদ্ধে বিজেপি সরকারের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এমআইএম নেতা আসাদ উদ্দিন ওয়াইসি।

বিল পেশে আপত্তি জানিয়ে ওয়াইসি বলেন, ধর্মনিরপেক্ষতা দেশের মূল কাঠামোর অঙ্গ। এই বিল (মুসলিম হিসেবে) তার বিরোধী। এটি খর্ব করছে মৌলিক অধিকারও। বিলটি আইসম্মত নয়। এই সূত্রে সায়রা বানো মামলা, কেশবানন্দ ভারতী মামলা ও সর্বানন্দ সোনোয়াল মামলার উল্লেখ করেন ওয়াইসি।
বক্তব্যের শেষে জার্মানির হিটলার ও ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ানের সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তুলনা করেন। পরে ওই অংশ স্পিকারের নির্দেশে লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।

পরে বিল নিয়ে বিতর্কের সময় বিলের কপি ছিঁড়ে ওয়াইসি বলেন, মোহনদাস কর্মচন্দ গান্ধীও দক্ষিণ আফ্রিকায় বৈষম্যমূলক নাগরিকত্ব কার্ড ছিঁড়ে ফেলেছিলেন।
ওয়াইসি বলেন, এই বিল মুসলিমদের রাষ্ট্রহীন করার চক্রান্ত। যা আরও একবার দেশভাগের দিকে নিয়ে যাবে। সরকারি বেঞ্চের এমপিরা ওয়াইসির এই আচরণের তীব্র নিন্দা করেছেন। তাঁদের মতে, এটা সংসদের অপমান।