সিলেটবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নাগরিকত্ব বিলের প্রতিবাদে ভারতীয় পুলিশ কর্মকর্তার পদত্যাগ

Ruhul Amin
ডিসেম্বর ১২, ২০১৯ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিলের প্রতিবাদে ভারতীয় পুলিশ সার্ভিসের (আইপিএস) মহারাষ্ট্র ক্যাডারের এক উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ বিল পাসের মাধ্যমে সংবিধানের মৌলিক অধিকার ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ করেছেন ১৯৯৯ ব্যাচের এ আইপিএস অফিসার।

তিনি গতকাল বুধবার পদত্যাগের ঘোষণা দেন। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রাজ্যসভায় পাস হওয়ার কিছু আগে আবদুর রহমান টুইটারে বিলটির নিন্দা জানিয়ে বলেন, এই বিল ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যের বিরোধী। বিলের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তিনি মঙ্গলবার থেকে কাজে না যাওয়ার সিদ্ধান্ত নেন। আর এখন চাকরিই ছাড়ার ঘোষণা দিলেন।

আরেক টুইটে তিনি বলেন, এই বিল ভারতের ধর্মীয় বহুত্ববাদের বিরোধী। ন্যায়বিচারের পক্ষের সব মানুষকে গণতান্ত্রিক পন্থায় এই বিলের বিরোধিতা করার জন্য আহ্বান জানান তিনি।

এর আগে, রাজ্যসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। ভোটাভুটিতে ১২৫টি ভোট পড়েছে বিলের পক্ষে। বিপক্ষে পড়ে ১০৫ ভোট।