সিলেটশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের প্রভাবশালী ১শ নারীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগজিন। এই তালিকার শীর্ষ একশ নারীর মধ্যে প্রথম অবস্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তালিকার ২৯তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে দীর্ঘকালীন সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। তিনি চতুর্থবারের মতো জয়ী হয়ে টানা তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত নির্বাচনে তার দল ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদের ৩শ আসনের মধ্যে ২৮৮টিতেই জয় লাভ করে। ১৯৮১ সাল থেকে টানা প্রায় ৩৮ বছর ধরে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় প্রধানের দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। ১৯৯৬ সালের ২৩ জুন প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর থেকেই শক্ত হাতে দলকে নিয়ন্ত্রণ করছেন শেখ হাসিনা। দেশের খাদ্য নিরাপত্তা, শিক্ষার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার প্রতি জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। ফোর্বসের তালিকায় প্রভাবশালী শীর্ষ ১০ নারীর তালিকায় আছেন অ্যাঙ্গেলা মেরকেল, ক্রিস্টিনে লেগারদে, নেন্সি পেলোসি, আরসুলা ভন দের লেয়েন, মেরি বারা, মেলিন্ডা গেটস, আবিগেইল জনসন, আনা পেট্রিসিয়া বোটিন, গিনি রোমেটি এবং মেরিলিন হিউসন। ২০১৮ সালে ফোর্বসের প্রভাবশালী ১শ নারীর তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ২৬তম।

Ruhul Amin
ডিসেম্বর ১৩, ২০১৯ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন- কালো টাকার মালিকদের ঘুম হারাম হয়ে গেছে। তারা এই টাকা কোথায় রাখবে তা নিয়ে চিন্তিত।

তিনি বলেন- ‘জনগণের ভোট প্রদান ছাড়া যে নির্বাচন হতে পারে তা শুধুমাত্র বাংলাদেশে দেখলাম। নিরাপদ মানুষ যে জেলে যায়, তাও এখানে দেখা যায়। পেঁয়াজ ছাড়া যে রান্না হতে পারে তাও এদেশ থেকে শিখলাম।’

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে ‘বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিত, উত্তরণের উপায়’ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, নির্বাচনের আগের রাতে ভোট কেন্দ্র দখল হতে দেখেছি। এরপরও ভোটের দিন মানুষকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি। অথচ একটি গণতান্ত্রিক দেশে ভোটের মাধ্যমে দেশের মালিকানা নিশ্চিত করে।

ঐক্যফ্রন্ট ভোটের অধিকারের জন্য কাজ করছে উল্লেখ করে ড. রেজা কিবরিয়া বলেন, বর্তমানে বিভিন্ন দলের মানুষ ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে এবং আমাদের গণফোরামে আসছে। বর্তমানে দেশে শুধুমাত্র একটি শ্রেণির উন্নয়ন হচ্ছে। সমাজে আয় এবং সম্পদের বৈষম্য বেড়েছে। ব্যাংকিং খাতকে লুট করতে করতে শেষ করে দিচ্ছে।

তিনি বলেন, এখন সরকারের উপর কারো আস্থা নেই। কোন হত্যা হলে, নিহতের পরিবার মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে। আবরারকে হত্যার আদেশ কারা দিয়েছে প্রশাসন কিন্তু তাদের নাম প্রকাশ করেনি। বর্তমানে রাজনৈতিক ক্ষমতা থাকলে যে কোন কুকর্ম করা যায়। এই সরকার তা প্রমাণ করেছে।

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেন- বাজেট অধিবেশনে আমি বলেছিলাম, এটা গরীব বান্ধব বাজেট না। এই বাজেট ধনীকে আরো ধনী এবং গরীবকে আরো গরীব করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এমন হতে দিতেন না। এছাড়া, এই বাজেটে কোন দিক নির্দেশনা নেই। দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, তা কিভাবে ফিরিয়ে আনা যাবে তার কোন দিক নির্দেশনা নেই।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি মহসিন রশিদ। এসময় উপস্থিত ছিলেন গণফোরামের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান জাহাঙ্গীর ও জানে আলম এবং গণফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মুজিবুল হক।