সিলেটসোমবার , ২১ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে আ.লীগ ভুল করেছে : মওদুদ

Ruhul Amin
নভেম্বর ২১, ২০১৬ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বেগম খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মারাত্মক ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগের উচিত ছিল প্রস্তাবটি গ্রহণ করে এ নিয়ে আলাপ আলোচনা করা। সুষ্ঠু নির্বাচন হলে পরাজিত হবে এই ভয়ে তারা প্রস্তাব প্রত্যাখান করেছে। এটাই হলো আওয়ামী লীগ। তারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না।

সোমবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন।

গত শুক্রবার সংবাদ সম্মেলনে নতুন নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে ২০ দফা পেশ করেন বিএনপি চেয়ারপারসন। তবে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পরপরই আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। দলটি দাবি করে, এই প্রস্তাবে নতুন কিছু নেই। খালেদা জিয়া কৌশলে জামায়াতকে রাজনীতিতে হালাল করতে চাচ্ছেন এমন অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। তবে পরদিন এক টুইটে খালেদা জিয়া জানান, এই প্রস্তাবই শেষ কথা নয়। আলোচনার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পথ খুঁজতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেত্রী।

মওদুদ আহমদ বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব। আমরা সেই লক্ষ্যে আন্দোলন করছি। ইনশাআল্লাহ এদেশে একদিন গণতন্ত্র ফিরে আসবে।’

বিএনপির প্রতিষ্ঠিতা জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করে মওদুদ বলেন, ‘তিনি ছিলেন মিতব্যয়ী,  সৎ ও সফল রাষ্ট্রনায়ক। তারেক রহমানের মধ্যেও তার বাবার গুণাবলী আছে। তারেক রহমান নম্র কথা বলেন, বিনয়ী।’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ তারেক রহমানসহ সবাই ধারণ করলে বিএনপিকে একটি আদর্শ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।’

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মওদুদ বলেন, ‘অনেকে হাওয়া ভবনের অনেক বদনাম করে থাকে। কিন্তু এর অনেক ভালো গুণও ছিল। সেখানে তারেক রহমানের একটি টিম ছিল যারা সারাদেশের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তালিকা তৈরি করে রাখতো। আমরা বিভিন্ন সময় নির্বাচনে প্রার্থী দিতে গিয়ে এর প্রমাণ পেয়েছি।’

মওদুদ বলেন, ‘আগামী নির্বাচনের আগে সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন না হলে গণতন্ত্র ফিরে আসবে না। আমরা গণতন্ত্র হারিয়েছি। ছাত্রদলের নেতাকর্মীদের নেতৃত্বে আবার গণতন্ত্র ফিরে আসবে।’

ছাত্রদল সভাপতি রাজিব আহসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, হাবিবুর রশীদ হাবিব প্রমুখ।