সিলেটসোমবার , ২১ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার ইস্যুতে একজোট হচ্ছে ইসলামী দলগুলো

Ruhul Amin
নভেম্বর ২১, ২০১৬ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: আরাকানে মুসলিম গণহত্যা বন্ধের প্রতিবাদে ইসলামী সংগঠন গুলোর পক্ষ থেকে সম্মিলিত আণ্দোলনের ডাক আসতে পারে আগমী শুক্রবার। এব্যাপারে  সোমবার রাজধানীতে সমমনা ১৩ সংগঠনের নেতৃবৃন্দ প্রাথমিক বৈঠক করেছেন।
জানাগেছে, সোমবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এরপেল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমমনা দলগুলোর সভায় সভাপতিত্ব করেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফর উল্লাহ খান। বৈঠকে জমিয়তে উলামাযে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি,খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমাদ আব্দুল কাদের,ইসলামী ঐক্যজোট,ফরায়েজি জামাত,মুসলিম লীগ,ইলামী ঐক্যআন্দোলনসহ ১৩ টি সমমনা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এব্যাপারে জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন সিলেট রিপোর্টকে জানান, মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে সম্মিলিত আন্দোলনের প্রস্তুতি চলছে।  আজ (সোমবার) প্রাথমিক পযার্য়ে নেতৃবৃন্দ একমত পোষণ করেছে। অনেকেই আগামী আসতে পারেননি। আগামী কাল মঙ্ঘলবার সকলকে নিয়ে আন্দোলনের রুপরেখা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।  সুত্র মতে আগামী শুক্রবার বায়তুল মোকাররম থেকে সর্বদলীয় কর্মসুচি আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।15193595_566651653543053_8504303402383434798_n