সিলেটশুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

টুপি ও লুঙ্গি পরে ট্রেন ভাঙচুর, ৫ সঙ্গীসহ বিজেপি নেতাকে আটক করেছে মুর্শিদাবাদ পুলিশ

Ruhul Amin
ডিসেম্বর ২০, ২০১৯ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: ভারতে সাম্প্রদায়িকতাপূর্ণ বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে। তবে বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে দিতে পোষাক পরিবর্তন করে তাতে অংশ নিয়েছে দেশটির ক্ষমতাসীন পার্টি বিজেপির নেতা ও সমর্থকরা। টুপি আর লুঙ্গি পরে ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগে এক বিজেপি কর্মী ও তার পাঁচ সঙ্গীকে আটক করেছে ভারতের মুর্শিদাবাদ জেলা পুলিশ।

ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের সময় তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ-সহিংসতার ঘটনায় কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিক্ষোভকারীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন।

বলেছিলেন, “পোশাক দেখেই বোঝা যায়, কারা সহিংসতা ছড়াচ্ছে।”

কিন্তু এই আটকের ঘটনায় মুখ পুড়ল বিজেপিরই। যদিও অভিযুক্তদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছে গেরুয়া শিবির।