সিলেটরবিবার , ২২ ডিসেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সৌদি শাসকদের হুমকিতে ইমরান খান অপারগতা প্রকাশ করেন: এরদোগান

Ruhul Amin
ডিসেম্বর ২২, ২০১৯ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সৌদি শাসকদের চাপের কারণে কুয়ালালামপুর সামিটে অংশ নিতে পারেন নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি মালয়েশিয়ার সাংবাদিকদের এ কথা বলেছেন।

এরদোগান বলেন, কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইসলামি সম্মেলনে ইমরান খানকে যেতে নিষেধ করেছিল সৌদি শাসকরা। সৌদি আরব এই বলে হুমকি দিয়েছিল যে, কুয়ালালামপুর সম্মেলনে অংশ নিলে তারা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক থেকে তাদের সব অর্থ সরিয়ে নেবে এবং ৪০ লাখ পাকিস্তানি প্রবাসীকে তাড়িয়ে দেবে।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, পাকিস্তান অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে। এ কারণে ইমরান খান সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন এবং পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশিকে কুয়ালালামপুরে পাঠান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ওই সম্মেলনে অংশ নিতে রাজি হওয়ায় সৌদি আরব অসন্তোষ প্রকাশের পর ইমরান খান রিয়াদ সফরে যান। সৌদি থেকে ফিরেই তিনি কুয়ালালামপুর সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত জানান। গত বৃহস্পতিবার ওই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।