সিলেটবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প

Ruhul Amin
ডিসেম্বর ২৬, ২০১৯ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সারাবিশ্বের মানুষ এমন এক সূর্যগ্রহণ অবলোকন করেছে, যা শেষবার পৃথিবীর মানুষ দেখেছিল ১৭২ বছর আগে। এ সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে এক আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’। বিজ্ঞান আন্দোলন মঞ্চ এই বিরল মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণ করার জন্য সারাদেশে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করেছিল। সিলেটেও বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা ৮ মিনিট পর্যন্ত সোলার ফিল্টার এর মাধমে সূর্যগ্রহণ দেখার আয়োজন করে। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রায় ৪০০ জন দর্শনার্থী এই সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেটের বিভাগীয় সমন্বয়কারী প্রণব জ্যোতি পালের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পে’ সূর্যগ্রহণ পর্যবেক্ষণ কালে উপস্তিত ছিলেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বাসদ সিলেট জেলার সদস্য জুবায়ের আআহমদ চৌধুরী সুমন, ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞান এর সহকারী অধ্যাপক মাধব রায়, ভুমি সন্তান বাংলাদেশের সমন্বয়কারী আশরাফুল কবীর, জগন্নাথ পুর সরকারী কলেজের প্রভাষক অশেষ দেব, পথশিশু বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশর সমন্বয়কারী মাইক শেরিফ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সিলেট জেলা সংগঠক পাপ্পু চন্দ, সন্জয় শর্মা। তিন ঘন্টাব্যাপী ক্যাম্পে শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রণী- পেশার মানুষ, যাদের মধ্যে ৫ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধ দর্শনার্থীরাও এসেছিলেন।