সিলেটশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মোহনগঞ্জে কম্বল ও খাস জমির কবুলিয়ত বিতরণ

Ruhul Amin
ডিসেম্বর ২৭, ২০১৯ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট:
মোহনগঞ্জে কয়েক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি, ঢাকা ও আখলাকুল হোসাইন মেমোরিয়াল ট্রাস্ট মোহনগঞ্জের উদ্যোগে কম্বল বিতরণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।

তিনি মুজিববর্ষ উপলক্ষে স্থানীয় ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমির কবুলিয়ত প্রদানের বছরব্যাপী কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ১০ জন ভূমিহীনকে কবুলিয়তের রশিদ প্রদান করেন। পরে তিনি উপজেলার নির্মাণাধীন শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র, আদর্শনগর মহাবিদ্যালয়, শিয়াজানি খাল পৌর শিশুপার্কের চলমান কাজ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুব হাসান শাহীন, বাংলাদেশ সাব রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জিয়াউল হক টিটু, উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল, পৌরমেয়র লতিফুর রহমান রতন, ইউএনও আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূরখান মিঠু প্রমুখ।