সিলেটসোমবার , ৩০ ডিসেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

৭ জানুয়ারি সিলেটে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন৭

Ruhul Amin
ডিসেম্বর ৩০, ২০১৯ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ বিশ্ব বিভিন্ন দেশের ক্বারী, হাফেজদের নিয়ে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে যারা প্রথম স্থান লাভ করেন তাদের নিয়ে এই মিলনমেলা হচ্ছে আগামী ৭ জানুয়ারি। সিলেটের জামেয়াতুল খাইর আল ইসলামিয়া মাদরাসার আয়োজনে শহরতলীর পীরের বাজারের চৌধুরীপাড়াস্থ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
কওমি মাদরাসার উচ্চতর গবেষণা মূলক প্রতিষ্ঠান জামেয়াতুল খায়ের’র উদোগে সিলেটে একসাথে আসছেন বিশ্বের নামকরা কয়েকজন ক্বারী। মধুর কন্ঠে তাঁরা সারা বিশ্বে কোরআন তেলাওয়াত করে মানুষের হৃদয়ে ভাবের সৃষ্টি করেন। আর এ বছর তাঁদেরকে আনা হচ্ছে সিলেটে।
আগামী ৭ জানুয়ারি সিলেটে এ সম্মেলনে আসছেন বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা শ্বাসের অধিকারী মিশরের শায়খ মনসুর জুমা, ইরানের শায়খ মো. সাঈদ গান্দুম তুসী, মিশরের জাতীয় সংসদের প্রধান ক্বারী শায়খ মুহাম্মদ আল মুরিজী, তানজানিয়ার ক্বারী মুবারক শাবনী রুমিজা, ইন্দোনেশিয়ার শায়খ ক্বারী দারউয়িন হাসিবুয়ান, ইয়ামেনের ক্বারী হাইসিম আদ দাখিন, লন্ডনের শায়খ ক্বারী কাজী লুতফুর রহমান, বাংলাদেশের ক্বারী আবুল হোসাইন, শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী, কাতারের শায়খ নূর মোহাম্মদ, ঢাকার ক্বারী মাহমুদুল হাসান ও কাতারের মুহাম্মদ মুহান্নাদ।
এছাড়া এই সম্মেলনে বাংলাদেশের বেশ কয়েকজন বড় বড় আলেম অংশগ্রহণ করবেন।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লন্ডনের জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম সিলেট রিপোর্টকে জানিয়েছেন, সারা বিশ্বে যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর বাণী শুনান তাদের নিয়ে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন।
তিনি বলেন, এটা নিঃসন্দেহে সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। এ সম্মেলনে সবাইকে উপস্থিত থেকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শুনার আহবান জানিয়েছেন তিনি।