সিলেটবুধবার , ১ জানুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নতুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

Ruhul Amin
জানুয়ারি ১, ২০২০ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন মাসুদ বিন মোমেন। তিনি বর্তমান পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ‘সোমবার পররাষ্ট্র সচিব শহীদুল হক তার পদ থেকে অবসর নিয়েছেন। মাসুদ বিন মোমেনকে বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

মাসুদ বিন মোমেন এর আগে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে ইতালি ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি নিউইয়র্ক, নিউ দিল্লি, কাঠমান্ডু ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন শেষে প্রায় একমাস আগে তিনি ঢাকায় এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এসময় থেকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া-প্যাসিফিক) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।