সিলেটশনিবার , ৪ জানুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শীঘ্রই টেন্ডার হচ্ছে ঢাকা-সিলেট ৬ লেন সড়কের

Ruhul Amin
জানুয়ারি ৪, ২০২০ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ঢাকা-সিলেট ৬ লেন সড়ক নির্মাণর জন্য শীঘ্রই টেন্ডার আহ্বান করা হবে। এ সংক্রান্ত প্রক্রিয়াগত যাবতীয় কাজ শেষ করতে আরো মাস দুয়েক সময় লাগতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি জানিয়েছেন।

তিনি বলেন, এটা সিলেটবাসীর জন্য একটা সুখবর। এটি বৃহত্তর সিলেট বিভাগের ইতিহাসের অন্যতম সফল মেগা রোড নেটওয়ার্ক প্রকল্প হবে। আমি বলতে চাই আমার একটি স্বপ্নপূরণ হতে চলেছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। এই প্রজেক্টটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়োরিটি প্রজেক্ট।

প্রসঙ্গত, ঢাকা-সিলেট ৬ লেন সড়ক কাজের অর্থ ছাড়ে সম্মতি দিয়েছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক এডিবি।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ১৪০ কোটি ৮৭ লাখ টাকা। চলতি সময় থেকে ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

ইতোপূর্বে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি চায়না হারবার ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজটি পেতে মরিয়া হয়ে উঠেছিলো। এজন্য সড়ক ও মহাসড়ক সচিব নজরুল ইসলাম খানকে ৫০ লাখ টাকা ঘুষ সাধে কোম্পানিটি। এ প্রকল্পে চীন সরকারের অর্থায়ন করার কথা ছিলো কিন্তু ঘুষ সাধার অপরাধে এই কোম্পানিকে বাতিল করে বাংলাদেশ সরকার।