সিলেটবুধবার , ৮ জানুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অপরিচ্ছন্ন নগর দেখে মন খারাপ রাষ্ট্রপতির!

Ruhul Amin
জানুয়ারি ৮, ২০২০ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
অপরিচ্ছন্ন সিলেট শহরের রাস্তা-ঘাট দেখে মন খারাপ হয়ে গেছে রাষ্ট্রপতি আবদুল হামিদের। তিনি আক্ষেপ করে বলেন, ‘শাহাজালাল ও শাহপরানের এ পবিত্র ভূমির রাস্তাগুলো ঘুরে আমার মন খারাপ হয়ে গেছে। ধারণা করেছিলাম রাস্তা আরো পরিষ্কার থাকবে। আমি সিলেট শহরের যেটুকু রাস্তা ঘুরলাম। কিন্তু রাস্তা দেখে মনটা খারাপ হয়ে গেছে। রাস্তার মধ্যে পলিথিন- কলার খোসা পুটলায় ভরে গেছে।’

এজন্য তিনি মানুষের খারাপ মানসিকতাকে দায়ি করে বলছেন, ‘বিদেশের রাস্তা-ঘাটে থুথু ফেলতেও মানুষ ভয় পায়, অথচ আমাদের দেশে মানুষ নোংরা করার আগেও একবারও ভাবে না। বাংলাদেশের ক্যান্টনমেন্ট এলাকাগুলোতে গেলে দেখা যাবে কত পরিচ্ছন্ন। অথচ ক্যান্টনমেন্ট এলাকার বাহিরে গেলেই অপরিচ্ছন্ন। এজন্য গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা জনগণকে মোটিভেট করতে হবে। রাজনীতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রীরা মোটিভেট করলে পরিচ্ছন্ন সিলেট গড়তে কাজ হবে। এ বিষয়ে সবাইকে উদ্যোগ নেয়া দরকার। মানুষকে মোটিভেট করার চেষ্টা করবেন।’

বুধবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও মঞ্চে উপস্থিত ছিলেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। এবারের সমাবর্তনে রেজিস্ট্রেশন করেছেন মোট ৬ হাজার ৭৫০ শিক্ষার্থী।