সিলেটমঙ্গলবার , ২২ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় তিন সেনাকে হত্যা করেছে পাক সেনাবাহিনী

Ruhul Amin
নভেম্বর ২২, ২০১৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
কাশ্মিরের মাচল সেক্টরে সীমান্ত রেখার কাছে ভারতীয় তিন সেনাসদস্যকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। এদের মধ্যে এক সেনাসদস্যের শিরশ্ছেদ করেছে পাক সেনারা। মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক টুইটে বলেছে, পাক সেনাবাহিনীর কাপুরুষোচিত এ কর্মের কড়া জবাব দেয়া হবে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, গত ২৯ অক্টোবর পাক অধিকৃত কাশ্মিরে ঢুকে কয়েকটি জঙ্গি আস্তানায় ভারতীয় সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক অভিযান পরিচালনা করে। সেই সময় থেকে এখন পর্যন্ত দ্বিতীয়বারের মতো কোনো ভারতীয় সেনার শিরশ্ছেদ করলো পাক সেনাবাহিনী। ওই অভিযানে সাত পাক সেনা ও কয়েক ডজন জঙ্গিকে হত্যার দাবি করে ভারত। তবে পাকিস্তান ভারতের এ দাবি প্রত্যাখ্যান করেছে।

ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার বলছে, কাশ্মিরের কুপওয়ারা জেলার মাচল সেক্টরে সীমান্ত রেখার কাছে এনকাউন্টারে তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। এদের মধ্যে এক সেনাসদস্যের অঙ্গহানি করেছে পাক সেনাবাহিনী। টুইটে সেনাবাহিনী বলছে, কাপুরুষোচিত এই কাজের কড়া মূল্য দিতে হবে।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলছে, মঙ্গলবার সকালের দিকে জম্মু-কাশ্মিরের বান্ডিপোরা জেলায় দুই জঙ্গিকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় নিহত জঙ্গিদের কাছে দুই হাজার রূপির নতুন নোট পাওয়া যায়। অস্ত্র, গোলাবারুদসহ ১৫ হাজার নগদ অর্থ ও দুই হাজার রূপির নতুন দুটি নোট উদ্ধার করা হয়েছে।

এর আগে, ২০১৩ সালে পাকিস্তান সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে পড়ে। ওই সময় দুই ভারতীয় সেনাকে হত্যা ও এক সেনার শিরশ্ছেদ করে পাক সেনাবাহিনী। গত অক্টোবর থেকে সীমান্তে পাক-ভারত উত্তেজনায় পাক সেনাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত ১৭ ভারতীয় সেনার প্রাণহানি ঘটেছে।