সিলেটসোমবার , ১৩ জানুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের চিত্র ভয়াবহ রূপ ধারণ করেছে : মানবাধিকার কমিশন

Ruhul Amin
জানুয়ারি ১৩, ২০২০ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:সম্প্রতি নারী শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণের চিত্র ভয়াবহ রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। তিনি বলেছেন, ‘চলাচলের সকল পথে নারীর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নারীর ক্ষমতায়নে বিরূপ প্রভাবসহ বহির্বিশ্বে বাংলাদেশের অর্জিত সাফল্য ধরে রাখা কষ্টকর হয়ে পড়বে।’

গতকাল রোববার জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

নাছিমা বেগম বলেন, ‘সাম্প্রতিক সময়ে নারী শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।’

তিনি বলেন করেন, ‘সামাজিক অস্থিরতা এবং মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের সংখ্যা দিন দিন ‍বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল হলেও ধর্ষণের এই ঘটনা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকলের মাঝে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ’

জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযুক্তদের প্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে আদালতে সোপর্দ এবং যথাযথ প্রতিক্রিয়া তদন্ত সম্পন্ন করে মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। ’

এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার পাশাপাশি নারীর চলাচল নিরাপদ করার লক্ষ্যে পণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপনের কার্যকর পদক্ষেপ গ্রহণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পরিবহন মালিক সমিতিকে আহ্বান জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।