সিলেটবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাদ পন্থীদের ইজতেমার শুরু

Ruhul Amin
জানুয়ারি ১৬, ২০২০ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট:রাজধানীর সন্নিকটে টঙ্গীর কহর দরিয়াখ্যাত সোনাবানের শহর তুরাগ নদের তীরে কাল শুক্রবার অনুষ্ঠিত হবে সাদ পন্থীদের ‘বিশ্ব ইজতেমা’র দ্বিতীয় পর্ব। ইতোমধ্যে মাঠের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েগেছে। ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা।জানা গেছে, দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিদেশ থেকে তাবলিগ অনুসারি ধর্মপ্রাণ মুসল্লিরা ইস্তেমায়ী সামানা নিয়ে ইজতেমা ময়দানে আশপাশে অবস্থান নিয়েছেন এবং অনেকেই ময়দানে প্রবেশ করেছেন। তবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় উল্লেখ্যযোগ্য সংখ্যক বিদেশি মুসল্লি ময়দানে অংশ নিবেন বলে আয়োজক কমিটি ধারণা করছেন। দ্বিতীয় পর্বেও ৬৪ জেলার মুসল্লিরা ৮৫ খিত্তায় অবস্থার নিবেন।
আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর বয়ান শুরু হলেও পরের শুক্রবার বাদ ফজর আ’ম বয়ানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দ্বিতীয় পর্ব । এরপর ১৯ জানুয়ারি দুপুরে অর্থাৎ জোহরের নামাজের আগে যে কোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম সম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব তথা এবারের ইজতেমার সমাপ্তি ঘটবে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী হাজী মো. মনির হোসেন বলেন, এবার রেকর্ড সংখ্যক দেশি-বিদেশি মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। ময়দান এখন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে অবস্থান নিয়েছেন অনেকে পথে রয়েছেন। আলহামদুলিল্লাহ সিটি মেয়রের উল্লেখযোগ্য ভূমিকায় ময়দান এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। আজ বিকাল থেকে মুসল্লিরা আসতে শুরু করছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হােসনে বলেন, মুসল্লিদের নিরাপত্তায় দ্বিতীয় পর্বে সাড়ে ন’হাজার পুলিশ মোতায়েন থাকবে। প্রথম পর্বের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে ইজতেমা ময়দান। গাজীপুর সিটি করপোরেশন মেয়র জাহাঙ্গীর আলম বলেন, দ্বিতীয় পর্বের মুসল্লিদের সেবায় ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে সিটি কর্পোরেশন।
সুত্র-বিডি-প্রতিদিন